Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js

injob

WISDOM BLOG offers a Complete Science Guide to Students from Foundation to Advance Level. You Will Get H. C. Verma, I. E. Irodov, D. C Pande Solution, Physics Study Materials, Notes, Suggestion, Mock Test Papers, Free Download PDF Books and Many Science Resource for NTSE, KVPY, Olympaid, IIT, JEE, NEET, WBJEE, Nursing Aspirants and Useful Resource for Competitive Examination Like Rail, Bank, P. Sc, SSC etc.

Inorganic Chemistry in the Labratory and in Industry (পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ণ)

অ্যামোনিয়া (NH3)

(1) NH3 এর জলীয় দ্রবণ হল -
(a) ক্ষারীয়
(b) আম্লিক
(c) প্রশম
(d) কোনোটিই নয়

(2) কোন্‌ পদার্থটির জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় -
(a) NH3
(b) HCl
(c) NO2
(d) NO

(3) নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের উৎপাদক বিকারকটি হল -
(a) HCl
(b) NaOH
(c) NH3
(d) HNO3

(4) অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয় -
(a) গাঢ় H2SO4
(b) CaO
(c) গলিত CaCl2
(d) P2O5

(5) একটি বিষাক্ত গ্যাস হল
(a) NH3
(b) H2
(c) N2
(d) O2

(6) অ্যামোনিয়া ও HCl গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয়
(a) N2
(b) Cl2
(c) NCl3
(d) NH4Cl

(7) অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলে -
(a) তরল অ্যামোনিয়া
(b) নেসলার বিকারক
(c) লাইকার অ্যামোনিয়া
(d) ক্ষারীয় বায়ু

(8) নেসলার বিকারক হল -
(a) HgI2
(b) HgI4
(c) K2[HgCl4]
(d) K2[HgI4]

(9) অ্যামোনিয়া গ্যাসকে উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে পাঠানো হলে তৈরি হয় -
(a) NaOH,NH3
(b) NaOH,H2
(c) NaH,H2
(d) NaNH2,H2

(10) অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয় -
(a) AgCl
(b) BaSO4
(c) PbCl2
(d) CaCl2

(11) ক্লোরিনের সাথে অতিরিক্ত অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় -
(a) N2,H2O
(b) N2,NH4Cl
(c) N2,Cl2
(d) N2,NH4OH

(12) নীচের কোনটি হিমায়করূপে ব্যবহৃত হয়?
(a) NH4OH দ্রবণ
(b) গ্যাসীয় NH3
(c) কঠিন NH3
(d) তরল NH3

(13) হেবার পদ্ধতিতে NH3 গ্যাস উৎপাদনকালে অপটিমাম তাপমাত্রা হল -
(a) 723C
(b) 823C
(c) 723K
(d) 823K

(14) অ্যামোনিয়া প্রস্তুতিতে প্রয়োজন হয় -
(a) NH4Cl এবং Ca(OH)2
(b) FeCl3 এবং NH4OH
(c) NH4OH এবং AlCl3
(d) NH4Cl এবং HCl

(15) হিমায়করূপে ব্যবহৃত হয় -
(a) NH3
(b) HCl
(c) H2SO4
(d) HNO3

(16) হেবার পদ্ধতিতে NH3 গ্যাস উৎপাদনের সময় অপটিমাম চাপ হল -
(a) 50atm
(b) 100atm
(c) 150atm
(d) 200atm

(17) অ্যামোনিয়া গ্যাস উৎপাদনকালে হেবার পদ্ধতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় -
(a) Fe চূর্ণ
(b) C চূর্ণ
(c) Cu চূর্ণ
(d) S চূর্ণ

(18) অ্যামোনিয়া গ্যাস উৎপাদনকালে হেবার পদ্ধতিতে উদ্দীপকরূপে ব্যবহৃত হয় -
(a) Al2O3+Cr2O3
(b) Al2O3+K2O
(c) Fe2O3+K2O
(d) Fe2O3+Al2O3

(19) অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় অ্যামাইড যৌগ গঠন করে -
(a) Al
(b) Cu
(c) Na
(d) Mg

(20) স্মেলিং সল্ট (Smelling Salt) কে উত্তপ্ত করলে কোন্‌ গ্যাস উৎপন্ন হয়?
(a) NO2
(b) H2
(c) H2S
(d) NH3

(21) অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসে কপার সালফেটের জলীয় দ্রবণ চালনা করা হল। দ্রবণটির বর্ণ হবে -
(a) নীল
(b) লাল
(c) হলুদ
(d) সবুজ

(22) NaNO2 এবং NH4Cl এর মিশ্রনকে উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসটি হয় -
(a) N2
(b) N2O
(c) Cl2
(d) NH3

(23) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসটি হয় -
(a) N2
(b) H2
(c) O2
(d) NO

(24) ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে H2S চালনা করলে দ্রবণটির বর্ণ হয় -
(a) লাল
(b) নীল
(c) হলুদ
(d) বেগুনি

(26) কোন্‌ গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে -
(a) H2S
(b) NH3
(c) CO2
(d) SO2

(27) কোন্‌ ধাতব ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে NH4OH ঢাললে বাদামী বর্ণের অধঃক্ষেপ তৈরি করে -
(a) ZnSO4
(b) PbSO4
(c) FeCl3
(d) CuSO4

() পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কোন্‌টি ব্যবহৃত হয় না?
() NH4Cl
() (NH4)2SO4
() NH4NO3
() Ca(OH)2

() লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ - () 25% () 30% () 20% () 10% () অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি - () অাম্লিক () ক্ষারীয় () প্রশম () কোনোটিই নয় () হেবার পদ্ধতিতে NH3 উৎপাদনের সময় যে অনুঘটক ব্যবহৃত হয় - () MnO2 () Pt চূর্ণ () Fe চূর্ণ () Cu চূর্ণ

হাইড্রোজেন সালফাইড (H2S)

(28) পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস হল -
(a) NH3
(b) H2S
(c) CO2
(d) O2

(29) H2S গ্যাস প্রস্তুতিতে কাজে লাগে -
(a) FeSO4
(b) NH3
(c) FeS
(d) CuSO4

(30) কিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় -
(a) CO
(b) H2S
(c) N2
(d) SO2

(31) পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত বিকারক হল -
(a) FeS ও গাঢ় H2SO4
(b) FeS ও লঘু H2SO4
(c) FeS ও লঘু HCl
(d) FeS ও গাঢ় HCl

(32) পরীক্ষাগারে নীচের কোন্‌ গ্যাসটি ধাতবমূলক সনাক্তকরণে ব্যবহার করা হয় -
(a) NO2
(b) O2
(c) CO2
(d) H2S

(33) H2S এর গন্ধ হল -
(a) ডিমের মতো
(b) মাছের মতো
(c) পচাডিমের মতো
(d) পচামাছের মতো

(34) H2S হল -
(a) মৃদু ক্ষারীয় প্রকৃতির
(b) তীব্র ক্ষারীয় প্রকৃতির
(c) মৃদু আম্লিক প্রকৃতির
(d) তীব্র আম্লিক প্রকৃতির

(35) H2S অণুতে HSH বন্ধন কোণের মান হল -
(a) 60
(b) 82
(c) 92
(d) 120

(36) কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে দ্রবণের বর্ণ হয় -
(a) লাল
(b) নীল
(c) সবুজ
(d) হলুদ

(37) পরীক্ষাগারে H2S গ্যাসকে সনাক্ত করা হয় -
(a) লেড নাইট্রেট দ্বারা
(b) লেড সালফাইড দ্বারা
(c) লেড অ্যাসিটেট দ্বারা
(d) লেড কার্বনেট দ্বারা

(38) পরীক্ষাগারে প্রস্তুত H2S গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয় -
(a) P2O5 দ্বারা
(b) গাঢ় H2SO4 দ্বারা
(c) গাঢ় HNO3 দ্বারা
(d) ওজোন গ্যাস দ্বারা

(39) H2S গ্যাসে যে ধর্ম দেখা যায়, তা হল -
(a) বিয়োজন ধর্ম
(b) সংযোজন ধর্ম
(c) জারণ ধর্ম
(d) বিজারণ ধর্ম

(40) H2S এর সাথে অতিরিক্ত ফ্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় -
(a) SF4,HF
(b) S,HF
(c) SF6,SH4
(d) SF6,HF

(41) লেড নাইট্রেডের দ্রবণে H2S পাঠালে কোন্‌ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
(a) সবুজ
(b) লাল
(c) কালো
(d) নীল

(42) কপার সালফেটের জলীয় দ্রবণে H2S পাঠালে কোন্‌ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
(a) সাদা
(b) কালো
(c) লাল
(d) নীল

(43) বেগুনী বর্ণের আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে দ্রবণের বর্ণ কী হবে?
(a) লাল
(b) নীল
(c) বর্ণহীন
(d) সবুজ

(44) অ্যাসিডবাষ্প যুক্ত H2S গ্যাসকে বিশুদ্ধ করতে কোন্‌ দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাসকে চালনা করা হয়?
(a) লঘু HCl
(b) লঘু H2SO4
(c) NaOH
(d) NaHS

(45) নাইট্রোলিম হল -
(a) CaO এবং C এর মিশ্রণ
(b) CaNCN এবং C এর মিশ্রণ
(c) Ca(OH)2 এবং C এর মিশ্রণ
(d) CaCl2 এবং C এর মিশ্রণ

(46) ঊর্দ্ধাকাশে বিদ্যুৎক্ষরণের সময় N2O2 এর বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাসটি হল -
(a) NO2
(b) NO
(c) N2O3
(d) N2O

(47) জলের নিম্ন অপসারণ দ্বারা কোন্‌ গ্যাসটি সংগ্রহ করা হয়?
(a) NH3
(b) H2S
(c) N2
(d) HCl

নাইট্রোজেন (N2)

(48) কোন্‌ গ্যাসের মধ্যে N2 থাকে?
(a) ওয়াটার গ্যাস
(b) গোবর গ্যাস
(c) প্রোডিওসার গ্যাস
(d) মার্স গ্যাস

(49) কৃত্রিম নাইট্রোজেনের সংবন্ধনের কোন্‌ পদ্ধতিতে কোক ব্যবহৃত হয়?
(a) হেবার পদ্ধতি
(b) সারপেক পদ্ধতি
(c) সায়ানামাইড পদ্ধতি
(d) বার্কল্যান্ড-আইড পদ্ধতি

(50) প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় -
(a) নাইট্রোজেন
(b) ফসফরাস
(c) অক্সিজেন
(d) ক্লোরিন

(51) নীচের কোন্‌ পদার্থকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায় -
(a) NaNO2
(b) NO2
(c) NH4NO2
(d) AgNO2

(52) উচ্চ উষ্ণতায় N2 কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে?
(a) Mg
(b) Hg
(c) K
(d) Ag

(53) নাইট্রোজেনের যে অক্সাইডটি বাদামী বর্ণের তা হল -
(a) N2O
(b) NO
(c) N2O3
(d) NO2

(54) নীচের কোন অক্সাইডটি অক্সিজেনের সংস্পর্শে বাদামী হয়ে যায়?
(a) NO
(b) N2O3
(c) NO2
(d) N2O

(55) কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে?
(a) HCl
(b) HNO3
(c) H2SO4
(d) CH3COOH

(56) অ্যাকোয়া ফর্টিস বলা হয় কোন্‌ অ্যাসিডকে?
(a) HBr
(b) HCl
(c) HNO3
(d) H2SO4

(57) মিউরিয়াটিক অ্যাসিড হল অাসলে -
(a) H2SO4
(b) HCl
(c) HNO3
(d) HBr

(58) জারক ও বিজারক উভয় রূপেই কাজ করে এমন একটি অ্যাসিড হল -
(a) HCl
(b) HNO3
(c) H2SO4
(d) HNO2

(59) কোন্‌ মৌলটি নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় গ্রাফাইটের গঠনাকৃতি সদৃশ যৌগ গঠন করে -
(a) B
(b) Al
(c) Si
(d) P

(25) নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার হল -
(a) অ্যামোনিয়াম ফসফেট
(b) অ্যামোনিয়াম সালফেট
(c) নাইট্রোলিম
(d) ইউরিয়া

() পরীক্ষাগারে উৎপন্ন N2 গ্যাসে অশুদ্ধি হিসাবে থাকে না - () Cl2 () NH3 () জলীয় বাষ্প () H2S

অ্যাসিড

(60) গাঢ় H2SO4 এর সাথে বিক্রিয়া করে না এমন ধাতুটি হল -
(a) Au
(b) Zn
(c) Cu
(d) Fe

(61) ওলিয়াম হল -
(a) H2SO3
(b) H2SO4
(c) H2S2O7
(d) KHSO4

() ওলিয়ামের রাসায়নিক সংকেত - () HS2O7 () H2S2O6 () H2S2O7 () HS2O5 (62) স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর শিল্প উৎপাদনের সময় অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় -
(a) Cl2O7
(b) N2O5
(c) P2O5
(d) V2O5

(63) সালফান হল -
(a) 20% ওলিয়াম
(b) 40% ওলিয়াম
(c) 60% ওলিয়াম
(d) 100% ওলিয়াম

(64) স্পর্শ পদ্ধতির দ্বিতীয় পর্যায়ের তৈরি হওয়া SO3 কে কোন্‌ দ্রবণের মধ্য দিয়ে পাঠানো হয়?
(a) গাঢ় HCl
(b) গাঢ় H2SO4
(c) গাঢ় HNO3
(d) H2O

(65) স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অপটিমাম তাপমাত্রা হল -
(a) 550C
(b) 450C
(c) 750C
(d) 850C

(66) স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অপটিমাম চাপ হল -
(a) 1.5atm
(b) 2.5atm
(c) 3.5atm
(d) 4.5atm

(67) অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয় -
(a) HNO3
(b) HCl
(c) H2SO4
(d) HBr

(68) TNT প্রস্তুতিতে ব্যবহার করা হয় -
(a) HCl
(b) H2SO4
(c) NH3
(d) HNO3

(69)অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনকালে অণুঘটক হিসাবে ব্যবহার করা হয় -
(a) PtNi তারজালি
(b) IrNi তারজালি
(c) PtRh তারজালি
(d) IrRh তারজালি

(70) অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনকালে অপটিমাম তাপমাত্রা হল -
(a) 500600C
(b) 600700C
(c) 700800C
(d) 800900C

(71) অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনকালে অপটিমাম চাপ হল -
(a) 12atm
(b) 23atm
(c) 57atm
(d) 1012atm

() পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হল -
() H2S2O5
() H2S2O6
() H2S2O7
() H2SO7

() অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক রূপে ব্যবহার করা হয় - () Ni () Pt () Fe () Cu () অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসাবে নেওয়া হয় - () N2 এবং O2 () NO এবং O2 () NH3 এবং O2 () N2O এবং O2

2 নম্বরের প্রশ্ন

() পরীক্ষাগারে NH3 প্রস্তুত করতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা যুক্তিযুক্ত নয় কেন? () হেবার পদ্ধতিতে NH3 প্রস্তুতির নীতি এবং বিক্রিয়ার সমীকরণ লেখো। () সার হিসাবে ইউরিয়ার গুরুত্ব আলোচনা করো। () নেসলার বিকারক কি? () NH3 কে শীতলীকরণের কাজে ব্যবহার করা হয় কেন? () পরীক্ষাগারে NH3 গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্য এবং সমীকরণ লেখো। () উত্তপ্ত লেড অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হল। কি ঘটে সমীকরন সহ লেখো। () ইউরিয়ার শিল্প উৎপাদনের শর্ত ও বিক্রিয়ার সমীকরণ লেখো। () NH3 প্রস্তুতির প্রয়োজনীয় (i) নীতি (ii) বিক্রিয়ার সমিত সমীকরন লেখো। () অতিরিক্ত NH3 এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণসহ লেখো। () NH3 এর বিজারণ ধর্মের উদাহরণ দাও। () পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং বিক্রিয়ার সমীকরণ লেখো। () লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত কেন? () বর্ণ, গন্ধ ও জলের দ্রাব্যতা সংক্রান্ত NH3 এর ধর্মগুলি লেখো। () ইউরিয়ার রাসায়নিক সংকেত এবং এর দুটি ব্যবহার অালোচনা করো। () সার হিসাবে CO(NH2)2 এর গুরুত্ব আলোচনা করো। () পরীক্ষাগারে সাধারণ উষ্ণতায় কিভাবে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়? () FeCl3 দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করা হল - কি ঘটে সমীকরণ সহ লেখো। () তরল অ্যামোনিয়া ও লাইকার অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য লেখো। () পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির নীতি, ও রাসায়নিক সমীকরণটি লেখো। () কিভাবে প্রমান করবে হাইড্রোজেন সালফাইডের মধ্যে সালফার অাছে? () কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস প্রস্তুতির নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এবং বিক্রিয়ার সমীকরণ লেখো। () H2S গ্যাস প্রস্তুতির নীতি এবং রাসায়নিক সমিত সমীকরণটি লেখো। () হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয় না কেন? () কিভাবে প্রমান করবে H2S এর মধ্যে সালফার অাছে। () কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করা হলে - কি ঘটে সমীকরণসহ লেখো। () কিপ যন্ত্রের সাহায্যে H2S গ্যাস প্রস্তুতি সংক্ষেপে বর্ণনা করো। () অ্যাসিডযুক্ত K2Cr2O7 এর জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হল - কি ঘটে সমীকরণসহ লেখো। () () () নাইট্রোলিম কিভাবে সার হিসাবে কাজ করে? () নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। () নাইট্রোলিমের সংকেতটি লেখো। () ধাতুশিল্পে N2 ব্যবহার করা হয় না কেন? () () ওলিয়াম কাকে বলে () HCl এর সনাক্তকারী বিক্রিয়াটি লেখো। () H2SO4 এর দুটি ব্যবহার লেখো। () স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতি লেখো। () H2SO4 প্রস্তুতির স্পর্শ পদ্ধতিটিকে "স্পর্শ পদ্ধতি" বলা হয় কেন?

3 নম্বরের প্রশ্ন

(

No comments:

Post a Comment