অ্যামোনিয়া (\(N{H_3}\))
(1) \(N{H_3}\) এর জলীয় দ্রবণ হল -(a) ক্ষারীয়
(b) আম্লিক
(c) প্রশম
(d) কোনোটিই নয়
(2) কোন্ পদার্থটির জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় -
(a) \(N{H_3}\)
(b) \(HCl\)
(c) \(N{O_2}\)
(d) \(NO\)
(3) নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামী বর্ণের উৎপাদক বিকারকটি হল -
(a) \(HCl\)
(b) \(NaOH\)
(c) \(N{H_3}\)
(d) \(HN{O_3}\)
(4) অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহার করা হয় -
(a) গাঢ় \({H_2}S{O_4}\)
(b) \(CaO\)
(c) গলিত \(CaC{l_2}\)
(d) \({P_2}{O_5}\)
(5) একটি বিষাক্ত গ্যাস হল
(a) \(N{H_3}\)
(b) \({H_2}\)
(c) \({N_2}\)
(d) \({O_2}\)
(6) অ্যামোনিয়া ও \(HCl\) গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন হয়
(a) \({N_2}\)
(b) \(C{l_2}\)
(c) \(NC{l_3}\)
(d) \(N{H_4}Cl\)
(7) অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলে -
(a) তরল অ্যামোনিয়া
(b) নেসলার বিকারক
(c) লাইকার অ্যামোনিয়া
(d) ক্ষারীয় বায়ু
(8) নেসলার বিকারক হল -
(a) \(Hg{I_2}\)
(b) \(Hg{I_4}\)
(c) \({K_2}\left[ {HgC{l_4}} \right]\)
(d) \({K_2}\left[ {Hg{I_4}} \right]\)
(9) অ্যামোনিয়া গ্যাসকে উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে পাঠানো হলে তৈরি হয় -
(a) \(NaOH,N{H_3}\)
(b) \(NaOH,{H_2}\)
(c) \(NaH,{H_2}\)
(d) \(NaN{H_2},{H_2}\)
(10) অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয় -
(a) \(AgCl\)
(b) \(BaS{O_4}\)
(c) \(PbC{l_2}\)
(d) \(CaC{l_2}\)
(11) ক্লোরিনের সাথে অতিরিক্ত অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন হয় -
(a) \({N_2},{H_2}O\)
(b) \({N_2},N{H_4}Cl\)
(c) \({N_2},C{l_2}\)
(d) \({N_2},N{H_4}OH\)
(12) নীচের কোনটি হিমায়করূপে ব্যবহৃত হয়?
(a) \(N{H_4}OH\) দ্রবণ
(b) গ্যাসীয় \(N{H_3}\)
(c) কঠিন \(N{H_3}\)
(d) তরল \(N{H_3}\)
(13) হেবার পদ্ধতিতে \(N{H_3}\) গ্যাস উৎপাদনকালে অপটিমাম তাপমাত্রা হল -
(a) \(723^\circ C\)
(b) \(823^\circ C\)
(c) \(723K\)
(d) \(823K\)
(14) অ্যামোনিয়া প্রস্তুতিতে প্রয়োজন হয় -
(a) \(N{H_4}Cl\) এবং \(Ca{\left( {OH} \right)_2}\)
(b) \(FeC{l_3}\) এবং \(N{H_4}OH\)
(c) \(N{H_4}OH\) এবং \(AlC{l_3}\)
(d) \(N{H_4}Cl\) এবং \(HCl\)
(15) হিমায়করূপে ব্যবহৃত হয় -
(a) \(N{H_3}\)
(b) \(HCl\)
(c) \({H_2}S{O_4}\)
(d) \(HN{O_3}\)
(16) হেবার পদ্ধতিতে \(N{H_3}\) গ্যাস উৎপাদনের সময় অপটিমাম চাপ হল -
(a) \(50atm\)
(b) \(100atm\)
(c) \(150atm\)
(d) \(200atm\)
(17) অ্যামোনিয়া গ্যাস উৎপাদনকালে হেবার পদ্ধতিতে অনুঘটক রূপে ব্যবহৃত হয় -
(a) \(Fe\) চূর্ণ
(b) \(C\) চূর্ণ
(c) \(Cu\) চূর্ণ
(d) \(S\) চূর্ণ
(18) অ্যামোনিয়া গ্যাস উৎপাদনকালে হেবার পদ্ধতিতে উদ্দীপকরূপে ব্যবহৃত হয় -
(a) \(A{l_2}{O_3} + C{r_2}{O_3}\)
(b) \(A{l_2}{O_3} + {K_2}O\)
(c) \(F{e_2}{O_3} + {K_2}O\)
(d) \(F{e_2}{O_3} + A{l_2}{O_3}\)
(19) অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় অ্যামাইড যৌগ গঠন করে -
(a) \(Al\)
(b) \(Cu\)
(c) \(Na\)
(d) \(Mg\)
(20) স্মেলিং সল্ট (Smelling Salt) কে উত্তপ্ত করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?
(a) \(N{O_2}\)
(b) \({H_2}\)
(c) \({H_2}S\)
(d) \(N{H_3}\)
(21) অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাসে কপার সালফেটের জলীয় দ্রবণ চালনা করা হল। দ্রবণটির বর্ণ হবে -
(a) নীল
(b) লাল
(c) হলুদ
(d) সবুজ
(22) \(NaN{O_2}\) এবং \(N{H_4}Cl\) এর মিশ্রনকে উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসটি হয় -
(a) \({N_2}\)
(b) \({N_2}O\)
(c) \(C{l_2}\)
(d) \(N{H_3}\)
(23) উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসটি হয় -
(a) \({N_2}\)
(b) \({H_2}\)
(c) \({O_2}\)
(d) \(NO\)
(24) ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দ্রবণে \({H_2}S\) চালনা করলে দ্রবণটির বর্ণ হয় -
(a) লাল
(b) নীল
(c) হলুদ
(d) বেগুনি
(26) কোন্ গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে -
(a) \({H_2}S\)
(b) \(N{H_3}\)
(c) \(C{O_2}\)
(d) \(S{O_2}\)
(27) কোন্ ধাতব ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে \(N{H_4}OH\) ঢাললে বাদামী বর্ণের অধঃক্ষেপ তৈরি করে -
(a) \(ZnS{O_4}\)
(b) \(PbS{O_4}\)
(c) \(FeC{l_3}\)
(d) \(CuS{O_4}\)
() পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতিতে কোন্টি ব্যবহৃত হয় না?
() \(N{H_4}Cl\)
() \({\left( {N{H_4}} \right)_2}S{O_4}\)
() \(N{H_4}N{O_3}\)
() \(Ca{\left( {OH} \right)_2}\)
() লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ - () \(25\% \) () \(30\% \) () \(20\% \) () \(10\% \) () অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি - () অাম্লিক () ক্ষারীয় () প্রশম () কোনোটিই নয় () হেবার পদ্ধতিতে \(N{H_3}\) উৎপাদনের সময় যে অনুঘটক ব্যবহৃত হয় - () \(Mn{O_2}\) () \(Pt\) চূর্ণ () \(Fe\) চূর্ণ () \(Cu\) চূর্ণ
হাইড্রোজেন সালফাইড (\({H_2}S\))
(28) পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস হল -(a) \(N{H_3}\)
(b) \({H_2}S\)
(c) \(C{O_2}\)
(d) \({O_2}\)
(29) \({H_2}S\) গ্যাস প্রস্তুতিতে কাজে লাগে -
(a) \(FeS{O_4}\)
(b) \(N{H_3}\)
(c) \(FeS\)
(d) \(CuS{O_4}\)
(30) কিপযন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় -
(a) \(CO\)
(b) \({H_2}S\)
(c) \({N_2}\)
(d) \(S{O_2}\)
(31) পরীক্ষাগারে \({H_2}S\) গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত বিকারক হল -
(a) \(FeS\) ও গাঢ় \({H_2}S{O_4}\)
(b) \(FeS\) ও লঘু \({H_2}S{O_4}\)
(c) \(FeS\) ও লঘু \(HCl\)
(d) \(FeS\) ও গাঢ় \(HCl\)
(32) পরীক্ষাগারে নীচের কোন্ গ্যাসটি ধাতবমূলক সনাক্তকরণে ব্যবহার করা হয় -
(a) \(N{O_2}\)
(b) \({O_2}\)
(c) \(C{O_2}\)
(d) \({H_2}S\)
(33) \({H_2}S\) এর গন্ধ হল -
(a) ডিমের মতো
(b) মাছের মতো
(c) পচাডিমের মতো
(d) পচামাছের মতো
(34) \({H_2}S\) হল -
(a) মৃদু ক্ষারীয় প্রকৃতির
(b) তীব্র ক্ষারীয় প্রকৃতির
(c) মৃদু আম্লিক প্রকৃতির
(d) তীব্র আম্লিক প্রকৃতির
(35) \({H_2}S\) অণুতে \(H - S - H\) বন্ধন কোণের মান হল -
(a) \(60^\circ \)
(b) \(82^\circ \)
(c) \(92^\circ \)
(d) \(120^\circ \)
(36) কমলা বর্ণের আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে \({H_2}S\) পাঠালে দ্রবণের বর্ণ হয় -
(a) লাল
(b) নীল
(c) সবুজ
(d) হলুদ
(37) পরীক্ষাগারে \({H_2}S\) গ্যাসকে সনাক্ত করা হয় -
(a) লেড নাইট্রেট দ্বারা
(b) লেড সালফাইড দ্বারা
(c) লেড অ্যাসিটেট দ্বারা
(d) লেড কার্বনেট দ্বারা
(38) পরীক্ষাগারে প্রস্তুত \({H_2}S\) গ্যাসকে শুষ্ক করতে ব্যবহার করা হয় -
(a) \({P_2}{O_5}\) দ্বারা
(b) গাঢ় \({H_2}S{O_4}\) দ্বারা
(c) গাঢ় \(HN{O_3}\) দ্বারা
(d) ওজোন গ্যাস দ্বারা
(39) \({H_2}S\) গ্যাসে যে ধর্ম দেখা যায়, তা হল -
(a) বিয়োজন ধর্ম
(b) সংযোজন ধর্ম
(c) জারণ ধর্ম
(d) বিজারণ ধর্ম
(40) \({H_2}S\) এর সাথে অতিরিক্ত ফ্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয় -
(a) \(S{F_4},HF\)
(b) \(S,HF\)
(c) \(S{F_6},S{H_4}\)
(d) \(S{F_6},HF\)
(41) লেড নাইট্রেডের দ্রবণে \({H_2}S\) পাঠালে কোন্ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
(a) সবুজ
(b) লাল
(c) কালো
(d) নীল
(42) কপার সালফেটের জলীয় দ্রবণে \({H_2}S\) পাঠালে কোন্ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
(a) সাদা
(b) কালো
(c) লাল
(d) নীল
(43) বেগুনী বর্ণের আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে \({H_2}S\) গ্যাস চালনা করা হলে দ্রবণের বর্ণ কী হবে?
(a) লাল
(b) নীল
(c) বর্ণহীন
(d) সবুজ
(44) অ্যাসিডবাষ্প যুক্ত \({H_2}S\) গ্যাসকে বিশুদ্ধ করতে কোন্ দ্রবণের মধ্য দিয়ে \({H_2}S\) গ্যাসকে চালনা করা হয়?
(a) লঘু \(HCl\)
(b) লঘু \({H_2}S{O_4}\)
(c) \(NaOH\)
(d) \(NaHS\)
(45) নাইট্রোলিম হল -
(a) \(CaO\) এবং \(C\) এর মিশ্রণ
(b) \(CaNCN\) এবং \(C\) এর মিশ্রণ
(c) \(Ca{\left( {OH} \right)_2}\) এবং \(C\) এর মিশ্রণ
(d) \(CaC{l_2}\) এবং \(C\) এর মিশ্রণ
(46) ঊর্দ্ধাকাশে বিদ্যুৎক্ষরণের সময় \({N_2}\) ও \({O_2}\) এর বিক্রিয়ায় উৎপন্ন বর্ণহীন গ্যাসটি হল -
(a) \(N{O_2}\)
(b) \(NO\)
(c) \({N_2}{O_3}\)
(d) \({N_2}O\)
(47) জলের নিম্ন অপসারণ দ্বারা কোন্ গ্যাসটি সংগ্রহ করা হয়?
(a) \(N{H_3}\)
(b) \({H_2}S\)
(c) \({N_2}\)
(d) \(HCl\)
নাইট্রোজেন (\({N_2}\))
(48) কোন্ গ্যাসের মধ্যে \({N_2}\) থাকে?(a) ওয়াটার গ্যাস
(b) গোবর গ্যাস
(c) প্রোডিওসার গ্যাস
(d) মার্স গ্যাস
(49) কৃত্রিম নাইট্রোজেনের সংবন্ধনের কোন্ পদ্ধতিতে কোক ব্যবহৃত হয়?
(a) হেবার পদ্ধতি
(b) সারপেক পদ্ধতি
(c) সায়ানামাইড পদ্ধতি
(d) বার্কল্যান্ড-আইড পদ্ধতি
(50) প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় -
(a) নাইট্রোজেন
(b) ফসফরাস
(c) অক্সিজেন
(d) ক্লোরিন
(51) নীচের কোন্ পদার্থকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায় -
(a) \(NaN{O_2}\)
(b) \(N{O_2}\)
(c) \(N{H_4}N{O_2}\)
(d) \(AgN{O_2}\)
(52) উচ্চ উষ্ণতায় \({N_2}\) কোন ধাতুর সঙ্গে বিক্রিয়া করে?
(a) \(Mg\)
(b) \(Hg\)
(c) \(K\)
(d) \(Ag\)
(53) নাইট্রোজেনের যে অক্সাইডটি বাদামী বর্ণের তা হল -
(a) \({N_2}O\)
(b) \(NO\)
(c) \({N_2}{O_3}\)
(d) \(N{O_2}\)
(54) নীচের কোন অক্সাইডটি অক্সিজেনের সংস্পর্শে বাদামী হয়ে যায়?
(a) \(NO\)
(b) \({N_2}{O_3}\)
(c) \(N{O_2}\)
(d) \({N_2}O\)
(55) কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলে?
(a) \(HCl\)
(b) \(HN{O_3}\)
(c) \({H_2}S{O_4}\)
(d) \(C{H_3}COOH\)
(56) অ্যাকোয়া ফর্টিস বলা হয় কোন্ অ্যাসিডকে?
(a) \(HBr\)
(b) \(HCl\)
(c) \(HN{O_3}\)
(d) \({H_2}S{O_4}\)
(57) মিউরিয়াটিক অ্যাসিড হল অাসলে -
(a) \({H_2}S{O_4}\)
(b) \(HCl\)
(c) \(HN{O_3}\)
(d) \(HBr\)
(58) জারক ও বিজারক উভয় রূপেই কাজ করে এমন একটি অ্যাসিড হল -
(a) \(HCl\)
(b) \(HN{O_3}\)
(c) \({H_2}S{O_4}\)
(d) \(HN{O_2}\)
(59) কোন্ মৌলটি নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় গ্রাফাইটের গঠনাকৃতি সদৃশ যৌগ গঠন করে -
(a) \(B\)
(b) \(Al\)
(c) \(Si\)
(d) \(P\)
(25) নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার হল -
(a) অ্যামোনিয়াম ফসফেট
(b) অ্যামোনিয়াম সালফেট
(c) নাইট্রোলিম
(d) ইউরিয়া
() পরীক্ষাগারে উৎপন্ন \({N_2}\) গ্যাসে অশুদ্ধি হিসাবে থাকে না - () \(C{l_2}\) () \(N{H_3}\) () জলীয় বাষ্প () \({H_2}S\)
অ্যাসিড
(60) গাঢ় \({H_2}S{O_4}\) এর সাথে বিক্রিয়া করে না এমন ধাতুটি হল -(a) \(Au\)
(b) \(Zn\)
(c) \(Cu\)
(d) \(Fe\)
(61) ওলিয়াম হল -
(a) \({H_2}S{O_3}\)
(b) \({H_2}S{O_4}\)
(c) \({H_2}{S_2}{O_7}\)
(d) \(KHS{O_4}\)
() ওলিয়ামের রাসায়নিক সংকেত - () \(H{S_2}{O_7}\) () \({H_2}{S_2}{O_6}\) () \({H_2}{S_2}{O_7}\) () \(H{S_2}{O_5}\) (62) স্পর্শ পদ্ধতিতে \({H_2}S{O_4}\) এর শিল্প উৎপাদনের সময় অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় -
(a) \(C{l_2}{O_7}\)
(b) \({N_2}{O_5}\)
(c) \({P_2}{O_5}\)
(d) \({V_2}{O_5}\)
(63) সালফান হল -
(a) \(20\% \) ওলিয়াম
(b) \(40\% \) ওলিয়াম
(c) \(60\% \) ওলিয়াম
(d) \(100\% \) ওলিয়াম
(64) স্পর্শ পদ্ধতির দ্বিতীয় পর্যায়ের তৈরি হওয়া \(S{O_3}\) কে কোন্ দ্রবণের মধ্য দিয়ে পাঠানো হয়?
(a) গাঢ় \(HCl\)
(b) গাঢ় \({H_2}S{O_4}\)
(c) গাঢ় \(HN{O_3}\)
(d) \({H_2}O\)
(65) স্পর্শ পদ্ধতিতে \({H_2}S{O_4}\) প্রস্তুতিতে অপটিমাম তাপমাত্রা হল -
(a) \(550^\circ C\)
(b) \(450^\circ C\)
(c) \(750^\circ C\)
(d) \(850^\circ C\)
(66) স্পর্শ পদ্ধতিতে \({H_2}S{O_4}\) প্রস্তুতিতে অপটিমাম চাপ হল -
(a) \(1.5atm\)
(b) \(2.5atm\)
(c) \(3.5atm\)
(d) \(4.5atm\)
(67) অসওয়াল্ড পদ্ধতিতে প্রস্তুত করা হয় -
(a) \(HN{O_3}\)
(b) \(HCl\)
(c) \({H_2}S{O_4}\)
(d) \(HBr\)
(68) \(TNT\) প্রস্তুতিতে ব্যবহার করা হয় -
(a) \(HCl\)
(b) \({H_2}S{O_4}\)
(c) \(N{H_3}\)
(d) \(HN{O_3}\)
(69)অসওয়াল্ড পদ্ধতিতে \(HN{O_3}\) উৎপাদনকালে অণুঘটক হিসাবে ব্যবহার করা হয় -
(a) \(Pt - Ni\) তারজালি
(b) \(Ir - Ni\) তারজালি
(c) \(Pt - Rh\) তারজালি
(d) \(Ir - Rh\) তারজালি
(70) অসওয়াল্ড পদ্ধতিতে \(HN{O_3}\) উৎপাদনকালে অপটিমাম তাপমাত্রা হল -
(a) \(500 - 600^\circ C\)
(b) \(600 - 700^\circ C\)
(c) \(700 - 800^\circ C\)
(d) \(800 - 900^\circ C\)
(71) অসওয়াল্ড পদ্ধতিতে \(HN{O_3}\) উৎপাদনকালে অপটিমাম চাপ হল -
(a) \(1 - 2atm\)
(b) \(2 - 3atm\)
(c) \(5 - 7atm\)
(d) \(10 - 12atm\)
() পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হল -
() \({H_2}{S_2}{O_5}\)
() \({H_2}{S_2}{O_6}\)
() \({H_2}{S_2}{O_7}\)
() \({H_2}S{O_7}\)
() অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অনুঘটক রূপে ব্যবহার করা হয় - () \(Ni\) () \(Pt\) () \(Fe\) () \(Cu\) () অসওয়াল্ড পদ্ধতিতে \(HN{O_3}\) প্রস্তুতিতে প্রারম্ভিক পদার্থ হিসাবে নেওয়া হয় - () \({N_2}\) এবং \({O_2}\) () \(NO\) এবং \({O_2}\) () \(N{H_3}\) এবং \({O_2}\) () \({N_2}O\) এবং \({O_2}\)
No comments:
Post a Comment