মোল (Mole):
কোনো পদার্থের এক মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে মৌলিক কণিকার সংখ্যা, \(0.012kg\) \({C^{12}}\) তে যতগুলি কার্বন পরমাণু থাকে, তার সমান।
এখানে মৌলিক বস্তুকণা বলতে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন বা অন্যান্য কণা ইত্যাদি সবকেই বোঝায়। বিজ্ঞানী মিলিকান পরীক্ষা করে দেখিয়েছেন, \(0.012kg\) \({C^{12}}\) এর মধ্যে \(6.022137 \times {10^{23}}\) সংখ্যক \({C^{12}}\) পরমাণু আছে। তাই বলা যায় \(6.022137 \times {10^{23}}\) সংখ্যক উপাদান কণিকা (অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন বা অন্যান্য বস্তুকণা) কোনো পদার্থে যে পরিমানে উপস্থিত থাকে, সেই পরিমাণ পদার্থকে এক মোল বলে।
কোনো পদার্থের এক মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে মৌলিক কণিকার সংখ্যা, \(0.012kg\) \({C^{12}}\) তে যতগুলি কার্বন পরমাণু থাকে, তার সমান।
এখানে মৌলিক বস্তুকণা বলতে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন বা অন্যান্য কণা ইত্যাদি সবকেই বোঝায়। বিজ্ঞানী মিলিকান পরীক্ষা করে দেখিয়েছেন, \(0.012kg\) \({C^{12}}\) এর মধ্যে \(6.022137 \times {10^{23}}\) সংখ্যক \({C^{12}}\) পরমাণু আছে। তাই বলা যায় \(6.022137 \times {10^{23}}\) সংখ্যক উপাদান কণিকা (অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন বা অন্যান্য বস্তুকণা) কোনো পদার্থে যে পরিমানে উপস্থিত থাকে, সেই পরিমাণ পদার্থকে এক মোল বলে।
No comments:
Post a Comment